ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ১০৪ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত দুইটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশটি অবিলম্বে কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়াও পদোন্নতিপ্রাপ্তদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর নতুন পদে যোগদান পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত ১০২ সহকারী পুলিশ সুপারের তালিকা দেখতে ক্লিক করুন। অপর ২ সহকারী পুলিশ সুপারের তালিকা দেখতে ক্লিক করুন।