ফাইল ফটো
অনলাইন ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মামুন শিকদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সন্ন্যাসী বাজারের একটি মোবাইলের দোকান থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার প্যান্টের পকেটে থাকা একশত পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
মামুন শিকদার শরনখোলা উপজেলার জানের পাড় গ্রামের ছোহরাব শিকদারের ছেলে। সে একজন পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা ও সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের দুটি দল সন্ন্যাসী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ স্থানীয় লোকজনের উপস্থিতিতে মামুনকে আটক করে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা জব্দ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।