স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ওয়ানডেতেও হেরে তিন ম্যাচ সিরিজে প্রোটিয়াদের কাছে ১৬ বছর পর হোয়াইটওয়াশ হলো ভারত।
টানা তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েই শেষ হয়নি ভারতীয়দের দুর্দশা। রোববার (২৩ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লো ওভার রেটের কারণে বড় জরিমানাও গুনতে হয়েছে তাদের।
অধিনায়ক লোকেশ রাহুলসহ দলের সকল খেলোয়াড়ের ম্যাচ ফি থেকে ৪০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। বেঁধে দেওয়া সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল ভারত।
আইসিসির নিয়মানুযায়ী প্রতি ওভারের জন্য ২০ শতাংশ ম্যাচ ফি কেটে রাখা হয়। দুই ওভার হওয়ায় ভারতীয়দের কাঁটা গেছে ৪০ শতাংশ। ভারতের অধিনায়ক ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
কেপটাউনে শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হারে ভারত। এ ম্যাচে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয় লোকেশ রাহুলের দল। এর আগে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল ভারতীয়রা।