ফাইল ছবি
তথ্যপ্রযুক্তি ডেস্ক :আপনি যদি কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য হন তবে আপনি যে কোনও সময়ে অনলাইনে কে আছেন তা অনেক সময়ই বুঝে নিতে চান। কিন্তু বর্তমানে, গ্রুপ সদস্যরা অনলাইনে রয়েছে কিনা তা পরখ করার কোনও উপায় নেই। তবে, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার পরীক্ষা করছে যা একটি গ্রুপে অনলাইনে ব্যবহারকারীর সংখ্যা প্রদর্শন করবে। গ্রুপ চ্যাটের টপ অ্যাপ বারে গিয়ে আপনি এই বিষয়টি বুঝতে পারবেন।
ফিচারটি যেভাবে কাজ করবে
আপাতত গ্রুপ চ্যাটের শীর্ষ বারটি গ্রুপ অংশগ্রহণকারীদের নামের সংক্ষিপ্তসার প্রদর্শন করে। এই আপডেটের সাথে, ঠিক কতজন অনলাইন আছেন, তা কোনও মেসেজ পাঠানোর আগে আপনি চট করে দেখতে পারবেন, বলে জানিয়ে হোয়াটসঅ্যাপ বেটা ইনফো।
এটি মনে রাখতে হবে যে এই সংখ্যাটি এমন গ্রাহকদের কথা তুলে ধরে যাদের অ্যাপটি খোলা রয়েছে, কিন্তু তার মানেই তারা এই লেখা পড়বে, এমন গ্যারান্টি নেই। এছাড়াও, যেসব অংশগ্রহণকারী হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংস থেকে তাদের অনলাইন স্ট্যাটাস দেখার অপশনটি নিস্ক্রিয় করে রেখেছেন, তাদেরও চূড়ান্ত কাউন্টে দেখাবে না যাতে তাদের গোপনীয়তা অক্ষুণ্ণ থাকে।
কেন এই ফিচার দরকারী? কোনও গ্রুপে, কতজন সদস্য অনলাইনে রয়েছে তা জেনে রাখলে আপনি কখন তাৎক্ষণিক উত্তর আশা করতে পারেন সেটার একটা আন্দাজ হয়ে যায়। এটি বড় গ্রুপগুলোতে বিশেষত উপকারী, যেখানে বেশ কিছু সদস্য একসাথে অনলাইনে থাকলে রিয়েল-টাইম কথোপকথনের সম্ভাবনা বেশি থাকে।
কারা ব্যবহার করছেন এই ফিচার
বর্তমানে, এই ফিচারটি বিটা অর্থাৎ পরীক্ষামূলক মোডে রয়েছে এবং অ্যানড্রয়েড জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণসহ সীমিত সংখ্যক বিটা পরীক্ষকদের কাছে উপলব্ধ।
হোয়াটসঅ্যাপ বেটা ইনফোর মতে, ফিচারটি আগামী সপ্তাহগুলোতে আরও বেশি ব্যবহারকারীর জন্য চালু করা হবে বলে আশা করা হচ্ছে। অনেকটা ফেসবুকে অনলাইন থাকার যে ফিচার আছে, সেটাই মেটা কিছুটা হলেও হোয়াটসঅ্যাপে নিয়ে আসছে বলেই মনে করা হচ্ছে। তবে এখানে প্রাইভেসির অপশনগুলো অনেক বেশি কড়া।