সংগৃহীত ছবি
তথ্যপ্রযুক্তি ডেস্ক :হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করা যায় একথা অনেকেরই জানা। কিন্তু নতুন খবর হচ্ছে কলও শিডিউল করার সুযোগ আছে।
আজকাল খুব কম মানুষই রয়েছেন, যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না। হোয়াটসঅ্যাপে নানা সুযোগ সুবিধা পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হল হোয়াটসঅ্যাপ কল।
অনেকে বিদেশে থাকা প্রিয়জন, বা কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপ কল ব্যবহার করেন। এ বার থেকে সহজে হোয়াটসঅ্যাপ কল শিডিউল করা যাবে।
কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই হোয়াটসঅ্যাপ কল এ বার থেকে শিডিউল করা যাবে। কয়েকটি ছোট্ট উপায় মানলেই হোয়াটসঅ্যাপ কল শিডিউল করা যাবে সহজে।
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে ‘Calls’ সেকশনে ক্লিক করতে হবে। এরপর ‘Create New Call Link’-এ ক্লিক করতে হবে। এর দ্বারা একটি ইউনিক লিংক পাওয়া যাবে।
সেই ইউনিক কল কল লিংক পাওয়ার পর কলের ধরন কী হবে, ভিডিও কল নাকি ভয়েস কল, সেটি নির্বাচন করতে হবে। তা নির্বাচন করার পর এই হোয়াটসঅ্যাপ কল শিডিউল করার প্রক্রিয়া শেষের পথে আগাবে।
হোয়াটসঅ্যাপ কল শিডিউল করার জন্য সবচেয়ে শেষে কী করতে হবে? যে ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ কল করতে চান, তাকে সেই সেই কল লিংকটি পাঠিয়ে দিন।
হোয়াটসঅ্যাপে গ্রুপ কল শিডিউল করতে চাইলে গ্রুপে যাওয়ার পর মেসেজ বারের নিচে বামদিকে একটি প্লাস আইকন দেখা যাবে। তাতে ক্লিক করতে হবে। ডানদিকে ফটো, ক্যামেরাসহ একাধিক অপশন পাওয়া যাবে। সেখান থেকে ইভেন্টে ক্লিক করতে হবে। ইভেন্টের নাম লিখতে হবে। সময় সেট করতে হবে। শেষে কল লিংকটি গ্রুপে পাঠাতে হবে। সূএ:ঢাকা মেইল ডট কম