সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ সহজেই জিতেছিল বাংলাদেশ নারী দল। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের বাস্তবতাই বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছে আইরিশ নারীরা। সোমবার সিলেটে শেষ ম্যাচেও হারের মুখ দেখেছে নারী ক্রিকেটাররা। বাজেভাবে সিরিজ হারের পর হতাশ বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।
ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘ইনিংস কিভাবে লম্বা করতে হয় বা কোন সময়টাতে আমাদের বিল্ড করতে হয়, কোন সময়টাতে রোটেশনের দিকে মনোযোগ দিতে হয় এখন পর্যন্ত বোধহয় সেগুলো মানিয়ে নিতে পারছি না। বলব যে এটা আমাদের অনেক বড় ভুল, সমাধান করা উচিত। কারণ সামনে যখন আমরা আরও ভালো দলের বিপক্ষে খেলব তারা কিন্তু আমাদের এর থেকে বেশি এবং বড় বড় চ্যালেঞ্জ দেবে।’
ব্যাটারদের খারাপ করা নিয়ে অধিনায়ক জ্যোতি বলেন, ‘দেখুন, এসব ক্রিকেট ম্যাচগুলোতে স্কিলের থেকে আপনার নলেজ (গেম অ্যাওয়ারনেস) ব্যবহার করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোন পরিস্থিতিতে আমি নিজেকে কিভাবে অ্যাপ্লাই করব। প্রথম ম্যাচটা বলব আমাদের হাতেই ছিল। ১৭৯ রান তাড়া করতে যাচ্ছিলাম যেখানে আমাদের ওপেনাররা দারুণ একটা শুরু এনে দিয়েছিল। এরকম রান তাড়ায় ১৯তম ওভারে যদি আপনি মেইডেন দেন তাহলে কাজটা কঠিন।
এরপরের ম্যাচগুলো নিয়ে তার ব্যাখ্যা, ‘দ্বিতীয় ম্যাচে ভালো বোলিং করেছি কিন্তু আমরা ব্যাটাররা কিছু করতে পারিনি। সবমিলিয়ে এসব মুহূর্তে দলের চাপ সামলাতে না পারা বড় সমস্যা।
জ্যোতি নিজে পারফর্ম করতে না পারায় ব্যর্থতা নিয়েও কথা বলেছেন অকপটে, ‘আমি পুরো টুর্নামেন্টে কোন রান করতে পারিনি। আমি বলব আমার দিক থেকে আমি ব্যর্থ। একজন টপ অর্ডার ব্যাটার হিসেবে সবাই আমার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে। কিন্তু আমি কোনটাতেই অবদান রাখতে পারিনি। যেটার কারণে দল হয়ত অনেকখানি পিছিয়ে গেছে।’ সূএ: বাংলাদেশ প্রতিদিন