রূপালি পর্দা থেকে দীর্ঘ বিরতির পর ভক্তদের জন্য ঝড় নিয়ে হাজির হচ্ছেন রোমান্টিক কিং শাহরুখ খান। ‘পাঠান’ এর রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ঘোষণা দিলেন নতুন সিনেমার। এর শিরোনাম ‘ডানকি’।
নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে ‘থ্রি ইডিয়টস’ পরিচালক রাজকুমার হিরানিকে সান্তা ক্লোজ ডেকে অভিনেতা নিজে এ সিনেমার ঘোষণা দেন।
পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় রাজকুমার হিরানি স্যার, আপনি তো আমার জন্য সান্তা ক্লজ। আপনি শুরু করেন। আমি সময়মতো ঠিক পৌঁছে যাবো। আসলে আমিতো শুটিং সেটেই থেকে যাবো। অবশেষে আপনার সঙ্গে কাজ করা নিয়ে উত্তেজিত বোধ করছি।
উল্লেখ্য রাজকুমারের সঙ্গে শাহরুখের এটাই প্রথম সিনেমা। অনেকদিন ধরেই আলাপ চলছিলো শাহরুখকে নিয়ে সিনেমা বানাবেন হিরানি। অবশেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো।
জানা গেছে, আগামীকাল বুধবার (২০ এপ্রিল) থেকে সিনেমার জন্য শুটিং শুরু করবেন অভিনেতা। শাহরুখ ছাড়াও সিনেমায় নারী প্রধান চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু।
শাহরুখ আরও জানান, ২০২৩ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘ডানকি’। পোস্টে এমনটিই জানিয়েছেন অভিনেতা।