সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী নিখোঁজ ছিলেন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে দুইজন।
আজ এ ঘটনা ঘটে।
জানা যায়, উদ্ধারকৃত মরদেহটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাবাবের।
রামু থানার অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এছাড়া একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অরিত্র ও আদিব নামের দুই শিক্ষার্থী নিখোঁজ আছে।