হালকা রঙা শাড়ি, মিষ্টি হাসিতে অপরূপা বাঁধন

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :শুরুটা ছিল লাক্স সুন্দরী প্রতিযোগিতা দিয়ে, সে থেকেই শোবিজে পা রাখেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এখন পর্যন্ত তার ঝুলিতে বহু নাটক, ওয়েব ফিল্ম। নাম লিখিয়েছেন বড় পর্দায়ও; অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বলা বাহুল্য, বাঁধনের নজরকাড়া অভিনয় মন টেনেছে দেশের বহু দর্শকের। ওপার বাংলাতেও রয়েছে তার সমধিক জনপ্রিয়তা। আন্তর্জাতিক অঙ্গন তথা চলচ্চিত্র উৎসব থেকেও নিজের প্রশংসার পাল্লা ভারী করেছেন।

 

শুধু কী তাই? এই অভিনেত্রীর আরও বিশেষত্ব রয়েছে। ৪০ বছর পেরিয়েও ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। কখনও তার সাহসী অবতারেও থাকে না কোনো লুকো ছাপ। কঠোর পরিশ্রমে নিজেকে ফিট রাখার পাশাপাশি রূপেও ছড়ান মুগ্ধতা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজকে নতুন রূপে মেলে ধরলেন বাঁধন। হালকা গোলাপি রঙের এক শাড়িতে দেখা মিলল অভিনেত্রীকে। সঙ্গে রয়েছে নজরকাড়া কিছু গহনাও। লাইট মেকআপ এর সঙ্গে ও ঠোঁটে হালকা লিপস্টিক যেন আরও লাবণ্যময়ী করে তোলে অভিনেত্রীকে।

বাঁধনের নতুন এই রূপে ফুটে উঠেছে তার স্টাইল, সৌন্দর্য ও আত্মবিশ্বাস। কিন্তু সব মিলিয়ে ভক্তদের মন কেড়েছে বাঁধনের মিষ্টি হাসিটি। সময়ের সঙ্গে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে অনুরাগীদের মনে যে নতুন করে জায়গা নিয়েছেন এই গুণী অভিনেত্রী তা বলার বাকি রাখে না। মন্তব্য ঘরে কোনো অনুরাগীদের কাছে তিনি ‘অপরূপা’, আবার কারও কারও কাছে তিনি ‘চার্মিং বিউটি’।

 

উল্লেখ্য, আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। দুই বছর আগে শুটিং শেষ হয় ছবিটি। এছাড়াও ‘মাস্টার’ নামে আরও একটি ছবিতে কাজ করেছেন তিনি।

সূএ : ঢাকা পোস্ট ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

» নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা

» বাড়ল স্বর্ণের দাম

» মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল

» বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক গোলযোগ, দেশব্যাপী লোডশেডিং

» বুধবার ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ

» আপত্তিকর ছবি ভাইরাল, আদালতে ঐশ্বরিয়া

» ভোট কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

» মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল প্যানেল

» কর্মীদের সুরক্ষায় গার্ডিয়ানের সাথে ব্যাংক এশিয়ার পার্টনারশিপ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হালকা রঙা শাড়ি, মিষ্টি হাসিতে অপরূপা বাঁধন

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :শুরুটা ছিল লাক্স সুন্দরী প্রতিযোগিতা দিয়ে, সে থেকেই শোবিজে পা রাখেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এখন পর্যন্ত তার ঝুলিতে বহু নাটক, ওয়েব ফিল্ম। নাম লিখিয়েছেন বড় পর্দায়ও; অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বলা বাহুল্য, বাঁধনের নজরকাড়া অভিনয় মন টেনেছে দেশের বহু দর্শকের। ওপার বাংলাতেও রয়েছে তার সমধিক জনপ্রিয়তা। আন্তর্জাতিক অঙ্গন তথা চলচ্চিত্র উৎসব থেকেও নিজের প্রশংসার পাল্লা ভারী করেছেন।

 

শুধু কী তাই? এই অভিনেত্রীর আরও বিশেষত্ব রয়েছে। ৪০ বছর পেরিয়েও ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। কখনও তার সাহসী অবতারেও থাকে না কোনো লুকো ছাপ। কঠোর পরিশ্রমে নিজেকে ফিট রাখার পাশাপাশি রূপেও ছড়ান মুগ্ধতা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজকে নতুন রূপে মেলে ধরলেন বাঁধন। হালকা গোলাপি রঙের এক শাড়িতে দেখা মিলল অভিনেত্রীকে। সঙ্গে রয়েছে নজরকাড়া কিছু গহনাও। লাইট মেকআপ এর সঙ্গে ও ঠোঁটে হালকা লিপস্টিক যেন আরও লাবণ্যময়ী করে তোলে অভিনেত্রীকে।

বাঁধনের নতুন এই রূপে ফুটে উঠেছে তার স্টাইল, সৌন্দর্য ও আত্মবিশ্বাস। কিন্তু সব মিলিয়ে ভক্তদের মন কেড়েছে বাঁধনের মিষ্টি হাসিটি। সময়ের সঙ্গে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে অনুরাগীদের মনে যে নতুন করে জায়গা নিয়েছেন এই গুণী অভিনেত্রী তা বলার বাকি রাখে না। মন্তব্য ঘরে কোনো অনুরাগীদের কাছে তিনি ‘অপরূপা’, আবার কারও কারও কাছে তিনি ‘চার্মিং বিউটি’।

 

উল্লেখ্য, আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। দুই বছর আগে শুটিং শেষ হয় ছবিটি। এছাড়াও ‘মাস্টার’ নামে আরও একটি ছবিতে কাজ করেছেন তিনি।

সূএ : ঢাকা পোস্ট ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com