আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে স্থানীয় বিএনপি’র অঙ্গ সংগঠনের ২৭নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। উক্ত মামলায় উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক নুরনবী খন্দকার কাজল ও মাহফুজুর রহমান বিপ্লব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের অভিযোগ, হাতীবান্ধা থানা থেকে পুলিশ সদস্যরা যাতে পাটগ্রামের পুলিশ সদস্যদের উদ্ধার করতে যেতে না পারেন, সে জন্য তাঁদের অবরুদ্ধ করা হয়। এ ঘটনায় সরকারি কাজে বাঁধা ও হুমকি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার একটি মামলা করেছে হাতীবান্ধা থানা-পুলিশ।উক্ত মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাসহ ২৭ জনের রয়েছে।
পুলিশ সুত্রে জানাগেছে, গত বুধবার (০২জুলাই) রাতে পাটগ্রাম থানায় হামলা ও ভাংচুরের খবর পেয়ে রাত ১১টার দিকে হাতীবান্ধা থানা থেকে তিন গাড়ি পুলিশ নিয়ে রওনা হন সহকারী পুলিশ সুপার (সার্কেল-বি) জয়ন্ত কুমার সেন ও হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী। এসময় হাতীবান্ধা থানার সামনে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেল দিয়ে সড়কে ব্যারিকেড দেন উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পাটগ্রাম থানা পুলিশ সদস্যদের ‘উদ্ধারে হাতীবান্ধা থানা পুলিশ যেন যেতে না পারে সেজন্য হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে। এ কারনে পুলিশ থানার প্রধান ফটক পার হতে পারেননি। এ সময় পুলিশের সঙ্গে অবরুদ্ধকারীদের কথা কাটাকাটি হয়। থানার সামনে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখার পর মধ্যরাতে নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান।
উল্লেখ্য পাটগ্রামে পাথরমহালের রয়্যালটির নামে চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদারের দুই কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ২০০ থেকে ২৫০ জনের একটি দল থানায় ঢুকে ভাঙচুর করে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় ৪জন পুলিশ সদস্য সহ ২০জন আহত হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে হাতীবান্ধা থানা থেকে পুলিশ নিয়ে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন ও হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী পাটগ্রামের উদ্দ্যেশে বের হলে থানার সামনে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেল দিয়ে সড়কে ব্যারিকেড দেন উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পাটগ্রাম থানা পুলিশ সদস্যদের ‘উদ্ধারে যেন হাতীবান্ধা থানা পুলিশ যেতে না পারে সেজন্য।
বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী বলেন, ’লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের সময় হাতীবান্ধা থানার সামনে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেল দিয়ে সড়কে ব্যারিকেড দেন উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পাটগ্রাম থানা পুলিশ সদস্যদের ‘উদ্ধারে হাতীবান্ধা থানা পুলিশ যেন যেতে না পারে সেজন্য অবরুদ্ধ করে। পুলিশকে ধাক্কাধাক্কি ও গালাগালি। এ সক্রান্ত সিসিটিভির ফুটেজ পুলিশের হাতে আছে। অবৈধ অবরোধ, সরকারি কর্তব্য পালনে বাঁধা ও হুমকি দেওয়ার অভিযোগে ফৌজদারি ধারায় মামলা করেছে পুলিশ। উক্ত মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে বিএনপির নেতারা অভিযোগ অস্বীকার করে বলছেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাঁরা জানেন না। এতে বিএনপির নেতা-কর্মীরা জড়িত নয়।
Facebook Comments Box