আসাদ হোসেন রিফাতঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল করেছে ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপি।
বুধবার বিকেলে হাতীবান্ধা উপজেলা ডাউয়াবাড়ী ইউনিয়ন ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুবদলের আয়োজনে উপজেলার খোর্দ্দবিছনদই মাহাতাব উদ্দিন সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ভার্চুয়াল) বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালমনিরহাট এক আসনের প্রার্থী ব্যারবষ্টার হাসান রাজীব প্রধান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক ওয়াশিম, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাসান জাহিদ জয় , ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রবি, যুবদল সভাপতি মফিজুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক আসাদুল আসাদ।স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাকিল আহমেদ , সদস্য সচিব সুমন ইসলাম। ছাত্রদলের সভাপতি মোসলেম উদ্দিন ,সাধারণ সম্পাদক নুর হোসেন। বিএনপি’র সাবেক ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম প্রমুখ।
Facebook Comments Box