ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মিঠু মন্ডল (৩৫) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সোমবার রাত দশটার দিকে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিন ছিনতাইকারী পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়।
আটক মিঠু মন্ডল একই উপজেলার খলিসাকুন্ডু গ্রামের দাউদ মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাজারের মুদি ব্যবসায়ী আজিমুদ্দিন বেচাকেনা শেষে রাতে বাড়ি ফেরার সময় কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে মারধর করে। এ সময় তারা তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তিনি চিৎকার দিলে স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে একজনকে হাতেনাতে ধরে ফেলেন।
হরিণাকুন্ডু থানার ওসি রহিম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।,