ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : মাদারীপুরে হত্যাসহ ১৮ মামলার আসামি আল আমিনকে (২৮) ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গত ২৩ মার্চ রাতে সাকিল মুন্সী (৩৫) তার বাড়ির পেছনে প্রতিবেশী পলাশের জমিতে গেলে পূর্ব শত্রুতার জেরে আসামি আল আমিনসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই হাসান মুন্সী বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ঘটনায় জড়িত আসামিরা আত্মগোপনে চলে যান।
তিনি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র্যাব-১০ অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।
অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল উল্লেখিত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর বাঘৈর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আল আমিন হাওলাদারকে গ্রেপ্তার করে।
আসামি আল আমিন মাদারীপুর সদর থানার আলমগীর হাওলাদারের ছেলে। গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনসহ মাদারীপুর সদর থানায় ১৮টি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।