সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : পটুয়াখালীর মির্জাগঞ্জে সাংবাদিক সিয়াম রহমান হিমেলকে হত্যাচেষ্টার ঘটনায় বিএনপি ও যুবদলের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এদের একজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার এলাকায় বিএনপির ‘জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত র্যালি কাভার করতে গেলে হামলার শিকার হন স্থানীয় সাংবাদিক ও প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সিয়াম রহমান হিমেল। তাকে রক্ষা করতে গিয়ে আরও চারজন আহত হন। হামলার পর সাংবাদিক সিয়াম থানায় হত্যা চেষ্টার অভিযোগে যুবদলের নেতাসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন।
সেনাবাহিনীর প্রেস নোট সূত্রে জানা যায়, ঘটনার পর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হাসপাতালে হামলার প্রস্তুতি নিচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম ও মির্জাগঞ্জ থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১ নং আসামি যুবদল নেতা জাহিদ হাসান ওরফে পরাগ মুন্সীকে দেশীয় অস্ত্রসহ আটক করে। পরে যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক সৌরভ মুন্সী ও উপজেলা বিএনপির সদস্য জনি মুন্সীকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আহত সাংবাদিক সিয়াম রহমান হিমেল বলেন, বিএনপির বিজয় মিছিল কাভার করতে যাওয়ার সময় আমার ওপর হামলা করা হয়। আমি আহত অবস্থায় পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে আমার ওপর বিএনপির যে নেতারা আক্রমণ করেছে তাদের দুজনকে গ্রেফতার করে। এছাড়া হাসপাতালে আবার হামলা চালানোর পরিকল্পনার সময়ে একজনকে গ্রেফতার করা হয়। আমি মির্জাগঞ্জ থানায় মামলা করেছি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ৩০৭ ধারায় সাংবাদিককে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।