সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক টেলিযোগাযোগ দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৭ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ঘোষিত বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপিত হচ্ছে আজ।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত দিবসটির মূল লক্ষ্য টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রবেশাধিকার, নীতিমালা এবং সর্বজনীন সুবিধা নিয়ে সচেতনতা তৈরি করা।
আধুনিক সমাজে প্রযুক্তির বিশাল ভূমিকা এবং ডিজিটাল রূপান্তরের সুযোগ-সুবিধাকে সামনে রেখে এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘ডিজিটাল রূপান্তরে লিঙ্গ সমতা’ (জেন্ডার ইক্যুয়ালিটি ইন ডিজিটাল ট্রান্সফরমেশন)।
দিবসটির সূচনা ১৮৬৫ সালের ১৭ মে। যখন প্যারিসে ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ কনভেনশনের মাধ্যমে গঠিত হয় ‘ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ ইউনিয়ন’।