ফাইল ফটো
অনলাইন ডেস্ক : নরসিংদীর রায়পুরা মানসিক ভারসাম্যহীন স্বামী মানিক মিয়ার হাতে স্ত্রী শিউলি আক্তার (৩০) খুন হয়।
বৃহস্পতিবার রাতে রায়পুরা উপজেলার শ্রীনগরের পলাশতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।
বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মাসুদ মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের নাম শিউলি আক্তার। তিনি ওই এলাকার মস্তু মিয়ার মেয়ে ও মানিক মিয়ার স্ত্রী।
অপরদিকে, মানিক মিয়া ওই এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে। দাম্পত্য জীবনে তাদের চার সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত রাতে শিউলি আক্তারের সঙ্গে মানিক মিয়ার পারিবারিক কলহে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক মিয়া শিউলির বুকের মধ্যে ধারালো ছুরি দিয়ে দুটি আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে বাঁশগাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নরসিংদী মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক স্বামী মানিক মিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মাসুদ মিয়া বলেন, স্বামী স্ত্রী কথা-কাটাকাটির একপর্যায় ঘরে থাকা শোকেসের ওপরে রাখা ছুরি দিয়ে আঘাত করলে স্ত্রী মারা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় স্বামীকে আটক করা হয়।