ফাইব ছবি
ডেস্ক রিপোর্ট : সাভারে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে (৪৭) কুপিয়ে আহত করে স্বর্ণের ব্যাগ লুট করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা গেছেন ব্যবসায়ী দিলীপ দাস।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে নয়ারহাট বাজারে স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। দিলীপ দাস স্বর্ণপট্টির দিলীপ স্বর্ণালয়ের মালিক।
প্রত্যাক্ষদর্শীরা বলেন, রাত নয়টার দিকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে তিনজন জন অস্ত্রধারী স্বর্ণপট্টিতে ঢুকে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় তারা দিলীপ স্বর্ণালয়ের সামনে যায়। দিলীপ স্বর্ণালয়ের মালিক ওই সময় দোকান বন্ধ করছিলেন। অস্ত্রধারীরা তখন দিলীপ দাসকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতে থাকা স্বর্ণের ব্যাগটি ছিনিয়ে নিয়ে ককটেল ফাটাতে ফাটাতে পালায়। গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত দিলীপ দাসের স্ত্রী সরস্বতী দাস বলেন, অস্ত্রধারীরা আমার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতে থাকা ব্যাগে ২০-২৫ ভরি স্বর্ণ লুট করে ককটেল ফাটাতে ফাটাতে চলে যায়। হুঁশহীন অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুর রায়হান বলেন, বুক, মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক কোপানো অবস্থায় দিলীপকে হাসপাতালে আনা হয়। আমরা চিকিৎসা শুরু করেছিলাম কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
বিষয়টি জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, আহত স্বর্ণ ব্যাবসায়ীকে হাসপাতালে নেয়া হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করছি। কুপিয়ে হত্যা করে স্বর্ণের ব্যাগ লুট করা হয়েছে।