মূলঃ অরুন্ধতী রায়
“দেখার যোগ্য কেবলমাত্র একটাই স্বপ্ন আছে তোমার জন্যে। সেটি হলো তুমি বেঁচে থাকবে যতক্ষণ জীবিত আছ এবং মরে যাবে শুধুই মৃত্যুর পর। ভালোবাসবে এবং ভালোবাসা আদায় করে নেবে। নিজেকে কখনোই খুব গুরুত্বপূর্ণ ভাববে না। কখনোই চারপাশের অবর্ণনীয় হিংস্রতা এবং নোংরা প্রতিযোগিতায় অভ্যস্ত হয়ে যাবে না।শোকার্ত জায়গায় কখনোই আনন্দ খুঁজবে না। বাসস্থানের সৌন্দর্য বজায় রাখবে। জটিল বিষয়কে সরল ভাববে না এবং সরল বিষয়কে জটিল করবে না। শক্তিকে শ্রদ্ধা করবে, কখনোই ক্ষমতাকে নয়। সর্বোপরি, সতর্ক থাকবে, বুঝতে চেষ্টা করবে, কখনোই অমনোযোগী হবে না এবং ভুলবে না।”
সূএ: ডেইলি-বাংলাদেশ