ছবি সংগৃহীত
সরকারি তিতুমীর কলেজকে অধিভুক্তির বেড়াজাল থেকে মুক্তি ও তিতুমীর বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করছে সরকারি তিতুমীর কলেজের তিতুমীর ঐক্য নামে একটি সংগঠন।
বুধবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে তিতুমীর ঐক্য আয়োজিত কর্মসূচিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা সরকারি তিতুমীর কলেজের সামনে থেকে মহাখালী আমতলিতে গিয়ে অবস্থান নেন।
এ সময় শিক্ষার্থীরা সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় এবং মিছিল থেকে তাদের ভিসিকে অপসারণের দাবিতে স্লোগানও শোনা যায়।
এদিকে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে মহাখালীতে যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মিছিল থেকে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশকেও সতর্ক অবস্থানে দেখা গেছে।
সূএ: বাংলাদেশ প্রতিদিন