ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল রয়েছে সবজির দাম। তবে সপ্তাহের ব্যবধানে আলুর দাম কিছুটা কমেছে। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি আলু পাঁচ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা দরে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালের রাজধানীর মালিবাগ, শান্তিবাগ ও খিলগাঁও কাঁচাবাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে তুলনা এই সপ্তাহে আলু মানভেদে পাঁচ থেকে ১০ টাকা কমেছে। কিছু আলুতে পাঁচ টাকা এবং কিছু আলুতে ১০ টাকা কেজিতে কমেছে।
আজ বাজারে টমেটো ২৫ থেকে ৩০ টাকা, কাঁচা টমেটো ২৫ টাকা, দেশি গাজর ৪০ থেকে ৫০ টাকা, শিম ৩০-৪০ টাকা, লম্বা বেগুন ৪০ টাকা, গোল বেগুন ৫০ টাকা, শসা ৪০-৫০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, মুলা ৩০ টাকা, শালগম ৩০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পটল ৭০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, ধনেপাতা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আর মানভেদে প্রতিটি লাউ ৫০ থেকে ৬০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা, ফুলকপি ২০ থেকে ৩০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৩০ টাকা, প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা দরে।
এদিকে দাম বেড়েছে ধনেপাতার। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অন্তত ৪০ টাকা বেড়েছে।
বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়, হাঁসের ডিম ২৪০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
বয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৭০ টাকা কেজি, দেশি মুরগি কেজি বিক্রি হচ্ছে ৫৮০ টাকা।
বিক্রেতারা জানান, সবজি আগের তুলনায় তেমন বিক্রি হয় না। শীতকালীন সবজি পর্যাপ্ত থাকায় প্রতিটি অলিগলিতে হাতের নাগালে সবজি পাচ্ছেন ক্রেতারা। এতে করে বিক্রি অনেকটাই কমেছে।
রাজধানীর শাহজাহানপুরে আব্দুল কাদের নামে এক সবজি বিক্রেতা বলেন, অধিকাংশ সবজি গত সপ্তাহের মতোই স্থিতিশীল অবস্থায় রয়েছে। দাম বেড়েছে ধনেপাতার। গত সপ্তাহে ৮০ টাকার ধনেপাতা আজ বিক্রি করতে হচ্ছে ১২০ টাকা।
একই বাজারে আরেক সবজি বিক্রেতা লিটন বলেন, গত সপ্তাহে তুলনা এই সপ্তাহে আলুর দাম অনেক কমেছে। কিছু আলুতে ১০ টাকা এবং কিছু আলুতে ৫ টাকা কমেছে। ৩-৪ দিন পূর্ব থেকে দাম কমতে শুরু করেছে। সূএ : ঢাকা মেইল ডটকম