সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ গতকাল বৃহস্পতিবার সৌদি রিয়ালের নতুন প্রতীকের অনুমোদন দিয়েছেন। এর মধ্যে দিয়ে দেশটির আর্থিক খাত নতুন অধ্যায় শুরু করল।
দেশটির কেন্দ্রীয় ব্যাংক সৌদি অ্যারাবিয়ান মনিটারি অথরিটির (সামা) বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ), সৌদি গেজেট ও তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি রিয়ালের প্রতীক উন্মোচন একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা দেশটির মুদ্রার পরিচিতি আরো সুসংহত করবে।
এসপিএ জানায়, নতুন প্রতীকটি সৌদি আরবের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটায়। এটি আরবি ক্যালিগ্রাফি থেকে অনুপ্রাণিত একটি নকশার মাধ্যমে ‘রিয়াল’ শব্দটিকে ফুটিয়ে তুলেছে।
সামার গভর্নর আয়মান আল-সায়ারি বাদশাহ সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে এই প্রতীক চালুর জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত সৌদি আরবের আর্থিক পরিচিতিকে স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সুদৃঢ় করবে।
তিনি আরও জানান, নতুন প্রতীকটি আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে এটি কার্যকর করা হবে।
এসপিএ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো জাতীয় পরিচিতি ও সাংস্কৃতিক সংযোগকে শক্তিশালী করা, জাতীয় মুদ্রার গুরুত্ব তুলে ধরা এবং সৌদি আরবকে বৈশ্বিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ও জি২০ সদস্য হিসেবে উপস্থাপন করা।
এ ছাড়া এটি বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় সৌদি রিয়ালের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন ঘটাবে।
সামা জানিয়েছে, নতুন প্রতীক সৌদি রিয়ালকে স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সহজে উপস্থাপনের সুযোগ করে দেবে এবং এটি সব ধরনের আর্থিক ও বাণিজ্যিক লেনদেনের জন্য ব্যবহারযোগ্য হবে।
সামার গভর্নর এই প্রতীক তৈরির প্রকল্পে সংশ্লিষ্ট সব সংস্থার অবদানের কথা স্বীকার করেছেন, যার মধ্যে রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, গণমাধ্যম মন্ত্রণালয় এবং সৌদি মান, পরিমাপ ও গুণমান সংস্থা। সূত্র: সৌদি প্রেস এজেন্সি, সৌদি গেজেট, ডেইলি সাবাহ