সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII) গ্লোবাল কনফারেন্সে অংশ নিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। এটি ২০১৭ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এবং এবারই প্রথম কোনো বাংলাদেশি সরকার প্রধানকে এতে আমন্ত্রণ জানানো হলো।
রবিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ ড. ইউনুসের হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
সৌদি যুবরাজের আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ড. মুহাম্মদ ইউনুস। তিনি এই সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ব অর্থনীতি, প্রযুক্তি ও বিনিয়োগ খাতের নেতৃবৃন্দ অংশগ্রহণকারী এই সম্মেলনকে গুরুত্বপূর্ণ একটি বৈশ্বিক মঞ্চ হিসেবে বিবেচনা করা হয়। ড. ইউনুসের উপস্থিতি বাংলাদেশের জন্য একটি মর্যাদাপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।