সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে মানুষের ঢল নামবে :রেজাউল করিম

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. মো. রেজাউল করিম বলেছেন, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতের জাতীয় সমাবেশ একটি জনস্রোতে পরিণত হবে। সমাবেশকে ঘিরে সারাদেশে ব্যাপক সাড়া পড়েছে এবং এটি এক বিশাল জনসমাগমে রূপ নেবে ইনশাআল্লাহ।

 

আজ সকালে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক পথসভায় তিনি একথা বলেন।

 

এসময় তিনি বলেন, এই জনসমাবেশের অন্যতম প্রধান লক্ষ্য হলো অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি এবং রাজনৈতিক মাঠে সমান সুযোগ তৈরির জন্য এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করে।

 

তিনি বলেন, গণতন্ত্রের নামে যারা হাজার হাজার মানুষকে খুন, গুম ও পঙ্গু করেছে—তাদের বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনাসহ সব ফ্যাসিস্টের বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সব গণহত্যার আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করতে হবে এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।

ড. রেজাউল করিম বলেন, একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত ও স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেন, আমরা এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ পেয়েছি। ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ গড়ে উঠেছিল, সেখানে আর হত্যাকাণ্ড, গুম, সন্ত্রাস ও চাঁদাবাজির স্থান নেই। তাই আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষের বাংলাদেশ।

 

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত, একটি আদর্শ রাষ্ট্রব্যবস্থা। ১৯ জুলাইয়ের এই সমাবেশ সেই রূপান্তর ও নবনির্মাণের সূচনার দিন হবে ইনশাআল্লাহ। তিনি সবাইকে এই সমাবেশে অংশগ্রহণ এবং শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানান।

 

জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে ড. রেজাউল করিম জানান, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ের যে চেতনা ও নির্দেশনা রয়েছে, তা থেকেই এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এ সমাবেশে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আগামী বাংলাদেশ কেমন হবে, সেই রূপরেখা তুলে ধরবেন।

 

পথসভাটি পরিচালনা করেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার। সভায় উপস্থিত ছিলেন তেজগাঁও দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, হাতিরঝিল পূর্ব থানা আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, থানা জামায়াতের সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, জামায়াত নেতা আবুল হাসেম মুন্সী, আব্দুল হক এবং শ্রমিক নেতা আমিনুল ইসলামসহ অনেকে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» গোপালগঞ্জে ডিসির বাংলোয় হামলা, পুলিশ সদস্য আহত

» সারা দেশে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

» এনসিপি বিপ্লবীদের দল, এরা ভয় পায় না: হান্নান মাসউদ

» উত্তপ্ত গোপালগঞ্জ, এখনই সময় খালেদা জিয়ার সেই ঐতিহাসিক ঘোষণা বাস্তবায়নের : পিনাকী

» আগামী নির্বাচনে বিএনপিকে কেউ আটকাতে পারবে না : আব্দুস সালাম

» গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনীর হেলিকপ্টারে জুলাই যোদ্ধাদের উদ্ধার করুন : রাশেদ

» গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

» গোপালগঞ্জকে আমরা দিল্লীর কাছে ইজারা দেইনি : সাদিক কায়েম

» যদি বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব : সারজিস

» আওয়ামী লীগের হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছে এনসিপি নেতারা

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে মানুষের ঢল নামবে :রেজাউল করিম

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. মো. রেজাউল করিম বলেছেন, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতের জাতীয় সমাবেশ একটি জনস্রোতে পরিণত হবে। সমাবেশকে ঘিরে সারাদেশে ব্যাপক সাড়া পড়েছে এবং এটি এক বিশাল জনসমাগমে রূপ নেবে ইনশাআল্লাহ।

 

আজ সকালে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক পথসভায় তিনি একথা বলেন।

 

এসময় তিনি বলেন, এই জনসমাবেশের অন্যতম প্রধান লক্ষ্য হলো অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি এবং রাজনৈতিক মাঠে সমান সুযোগ তৈরির জন্য এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করে।

 

তিনি বলেন, গণতন্ত্রের নামে যারা হাজার হাজার মানুষকে খুন, গুম ও পঙ্গু করেছে—তাদের বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনাসহ সব ফ্যাসিস্টের বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সব গণহত্যার আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করতে হবে এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।

ড. রেজাউল করিম বলেন, একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত ও স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেন, আমরা এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ পেয়েছি। ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ গড়ে উঠেছিল, সেখানে আর হত্যাকাণ্ড, গুম, সন্ত্রাস ও চাঁদাবাজির স্থান নেই। তাই আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষের বাংলাদেশ।

 

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত, একটি আদর্শ রাষ্ট্রব্যবস্থা। ১৯ জুলাইয়ের এই সমাবেশ সেই রূপান্তর ও নবনির্মাণের সূচনার দিন হবে ইনশাআল্লাহ। তিনি সবাইকে এই সমাবেশে অংশগ্রহণ এবং শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানান।

 

জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে ড. রেজাউল করিম জানান, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ের যে চেতনা ও নির্দেশনা রয়েছে, তা থেকেই এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এ সমাবেশে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আগামী বাংলাদেশ কেমন হবে, সেই রূপরেখা তুলে ধরবেন।

 

পথসভাটি পরিচালনা করেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার। সভায় উপস্থিত ছিলেন তেজগাঁও দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, হাতিরঝিল পূর্ব থানা আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, থানা জামায়াতের সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, জামায়াত নেতা আবুল হাসেম মুন্সী, আব্দুল হক এবং শ্রমিক নেতা আমিনুল ইসলামসহ অনেকে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com