সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফের সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
আজ বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিভুক্ত বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে এই পণ্য জব্দ করে। এর আগে গত মঙ্গলবার বিজিবির হাতে জব্দ হয়েছিল প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য।
বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, সিলেট ও সুনামগঞ্জের বাংলাবাজার, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, কালাসাদেক, লবিয়া, ডিবির হাওর, মিনাটিলা, বিছনাকান্দি, সংগ্রাম ও উৎমা বিওপির টহলদল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে। ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে- শাড়ী, চিনি, কসমেটিক্স, কমলা, সুপারি, ফুচকা, বিড়ি, মদ ও মহিষ। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ। জব্দকৃত চোরাই পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।