ঢাকা, ২ ফেব্রæয়ারি ২০২৫: দেশের ডিজিটাল খাতের বিকাশে তরুণ পারফরমারদের অবদানের স্বীকৃতিস্বরূপ রবি আজিয়াটা পিএলসি-এর মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডিঅ্যাপস আয়োজন করে ‘বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৪’ । গত শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকার লেকশোর হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সেরা ক্যাম্পাস অ্যাম্বাসাডর ও শি স্কোয়াড লিডারদের সম্মাননা প্রদান করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ডিজিটাল ভিএএস ও নিউ বিজনেস বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শফিক শামসুর রাজ্জাক, প্রোগ্রামিং হিরোর সহ-প্রতিষ্ঠাতা আবদুর রাকিব, ই-কুরিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা বিপ্লব ঘোষ রাহুল এবং মিয়াকির প্রধান নির্বাহী তানিম ইসলাম। এ সময় তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে মত বিনিময় করেন অতিথিরা।
শফিক শামসুর রাজ্জাক বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের তরুণ সমাজের অসাধারণ প্রতিভাকে তুলে ধরে। বিডিঅ্যাপস প্ল্যাটফর্মেও এই সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতে আমরা আরও উদ্ভাবন দেখতে পাবো বলে আশা করছি।‘
২০২১ সালে শুরু হওয়া ক্যাম্পাস অ্যাম্বাসাডর কর্মসূচি এখন ১২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে বিসÍৃত। এর মাধ্যমে হাজারো শিক্ষার্থী ডেভেলপার বিডিঅ্যাপসের সঙ্গে যুক্ত রয়েছে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা তিনজন পারফরমারকে যথাক্রমে একটি উন্নতমানের ল্যাপটপ (ম্যাকবুক এয়ার), স্মার্টফোন ও স্মার্টঘড়ি প্রদান করা হয়। এছাড়া, শীর্ষ দশজনকে বিভিন্ন প্রযুক্তিপণ্য উপহার দেওয়া হয়। পাশাপাশি, সকল অ্যাম্বাসাডরকে ২০২৪ সালে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ সনদপত্র প্রদান করা হয়।
অন্যদিকে, নারী ডেভেলপারদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিডিঅ্যাপসের শি স্কোয়াড কর্মসূচি। ইতোমধ্যে এই কর্মসূচির মাধ্যমে ৬০ জন শি স্কোয়াড লিডার এক হাজার ৭৫০ জনের বেশি নারী ডেভেলপারকে প্রশিক্ষণ দিয়েছেন।
২০২৪ সালের সেরা শি স্কোয়াড পারফরমাররা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি, নতুন ৭০ জন নতুন শি লিডার যুক্ত হওয়ায় প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হচ্ছে।
অনুষ্ঠানে লাইভ সংগীত পরিবেশনা, নেটওয়ার্কিং সেশন এবং ২০২৫ সালের নতুন ক্যাম্পাস অ্যাম্বাসাডর ও শি স্কোয়াড নেতাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি ছিল তরুণ ডেভেলপারদের জন্য একটি অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা।