লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ থেকে সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) হত্যা মামলার আসামী মো: রঞ্জু মিয়া (৩৩)কে আটক করেছে র্যাব।
১৩ ডিসেম্বর উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা আমডাঙ্গায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রঞ্জু মিয়া শেরপুর জেলার চরশেরপুরের আব্দুস সালামের ছেলে।
জামালপুর র্যাব-১৪ মিডিয়া অফিসার এএসপি মো: আব্দুল হাই চৌধুরী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চলতি মাসের ২ তারিখে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বগোত্রীয় লোকজন আক্রমন করে সেনা সদস্য ওয়াসিম আকরামের মাথা থেতলে দেয়। তাকে দ্রুত শেরপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ৩ ডিসেম্বর নিহতের ভাই জসিম উদ্দিন বাদি হয়ে একটি হত্যা মামলা (নং-৬) দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামীকে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।
Facebook Comments Box