ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
মোহাম্মদ আসাদুল্লাহ
মূলঃ জর্জ লুই বোর্হেস (Jorge Luis Borges), বই- দ্য আলেফ (The Aleph)
“ভবিষ্যতে, তার জন্যে অপেক্ষা করছিল একটা নির্মল ও মৌলিক রাত- যে রাতে শেষমেষ সে নিজের মুখকে দেখতে পেয়েছিল, যে রাতে সে শেষপর্যন্ত নিজের সত্য নামটা শুনেছিল।
একবার পুরোপুরি বোঝার পর, সে রাত তার পুরো জীবনের গল্পকে ধারণ করেছিল- অথবা সেই রাতের একটা ঘটনা, একটা কাজ ছিল তার সত্তার জন্যে প্রতীক স্বরুপ।
কারণ, একটা জীবন যতই দীর্ঘ ও জটিল হোক না কেন, সেটা কেবল একটা মুহূর্ত দিয়ে গঠিত – যে মুহূর্তে মানুষ চিরদিনের জন্যে বুঝতে পারে সে কে।”
সূএ:ডেইলি-বাংলাদেশ