লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে লাশের সাথে আশরাফের ৪৫ বছর শিরোনামে একাধিক বার সংবাদ প্রচারিত হয়। তার জীবন জীবিকা সহ প্যাডেল চালিত ভ্যানে উপজেলার বিভিন্ন জায়গায় লাশ পরিবহন করা অনেক কস্ট তার দিনাতিপাত।
এমন আক্ষেপ প্রতি নিয়তই শোনা যেত লাশ বহনকারী আশরাফ আলী নিকট। অবশেষে তার লাশ পরিবহন করা অনেকটাই কস্ট লাঘব করলেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ইসলামপুর কর্তৃক বেওয়ারিশ লাশ পরিবহনের জন্য ইসলামপুর থানায় একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি উপহার প্রদান করা হয়েছে। আশরাফ আলীর নিকট ভ্যানগাড়ির চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান।
তিনি বলেন,প্রত্যন্ত অঞ্চল থেকে লাশ পরিবহন কস্ট হয়। কস্ট লাঘবে প্রশাসনের পক্ষে থানাতে একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি উপহার দেওয়া হয়েছে।
এ সময় থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box