সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২৪ মেয়াদে নির্বাচনের দুদিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
সকাল ৮টার আগেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসতে শুরু করেন আইনজীবীরা। প্রথমদিন সাড়ে ৮ হাজারের বেশি আইনজীবীর ভোট দেওয়ার কথা রয়েছে।
ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে বুধবার সকাল থেকেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৮ হাজার ৬০২ জন আইনজীবী।
সূএ:ডেইলি-বাংলাদেশ