শাহনাজ পারভীন মিতা :
শুভ সকাল এই বার্তা অন্তর্জাল জুড়ে
রবীন্দ্র সংগীত বেজে চলে সুরে সুরে,
মোরগ ডেকে যায় বারে বারে
কাকেরাও কর্কস কন্ঠে বেলকোনির দ্বারে।
শরতের আকাশ সাজে রঙ বেরঙে
কাশফুল দুলে যায় কিশোরীর ঢঙে,
অথচ সকালটা শুরু হয় সুপ্রভাত বিষন্নতায়
মনের ভেতর এক হাহাকার অপূর্ণতায় ।
যে বিষন্নতা ছুঁয়ে রাতে ব্লাড মুন
পূর্ণিমা চাঁদকে ,পৃথিবীর ছায়া করলো খুন,
সে তো মুক্তির বারতায় আনলো রাঙা সকাল
তবুও কেনো বিষন্ন এই আমি আজকাল ।
ব্লাড মুন রাত গভীরে ড্রাকুলার নিঃশ্বাস
সুপ্রভাত বিষন্নতায় প্রেমিকের অবিশ্বাস।
Facebook Comments Box