সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : সীমালঙ্ঘন করলে এই সরকারকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
মঙ্গলবার সকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, সরকার মূল এজেন্ডা ছেড়ে করিডর নিয়ে ভাবছে। সীমালঙ্ঘন করলে তাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েও প্রতিহিংসার শিকার ইশরাক হোসেন। কোর্টের আইন না মেনে ফ্যাসিস্টের পথে হাঁটা হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেন তিনি।