সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত থেকে শাড়ি ও ওষুধসহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বুধবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন ঘোনা, কাকডাঙ্গা, বৈকারী, গাজীপুর, মাদরা, চান্দুড়িয়া, হিজলদী ও কালিয়ানী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ২১ বোতল ভারতীয় মদ ও কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল একই থানাধীন গেড়াখাল ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে।

 

এছাড়া, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা মাঠ নামক স্থান হতে, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার নতুন পাড়া নামক স্থান হতে, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার অলির ঘের নামক স্থান হতে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কাদপুর নামক স্থান হতে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গোবরপোতা নামক স্থান হতে এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার খৈতলা নামক স্থান হতে ভারতীয় ওষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক আটলাখ ৬১ হাজার পাঁচশ’ টাকা।

 

বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয়ে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে। সূত্র: বাসস

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» কুরআনের আইন বাস্তবায়ন না হলে জুলাই বিপ্লবের পূর্ণ সফলতা আসবে না

» জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, নেতৃত্বে সাদী-বৈশাখী

» থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

» জাল টাকার কারবারে জড়িত থাকার অভিযোগে দুইজন আটক

» বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই: আইএসপিআর

» ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের দিকেই নজর দিচ্ছে বিসিবি : বুলবুল

» রোডম্যাপ প্রকাশ: রোজার আগে ভোট, ডিসেম্বরেই তফসিল

» দাদী ও ফুফুকে জবাই করে হত্যার ঘটনায় নাতি গ্রেফতার

» সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

» স্কুলের মাঠেই আছে সাকিব-তামিমের মতো প্রতিভা : বিসিবি সভাপতি

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত থেকে শাড়ি ও ওষুধসহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বুধবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন ঘোনা, কাকডাঙ্গা, বৈকারী, গাজীপুর, মাদরা, চান্দুড়িয়া, হিজলদী ও কালিয়ানী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ২১ বোতল ভারতীয় মদ ও কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল একই থানাধীন গেড়াখাল ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে।

 

এছাড়া, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা মাঠ নামক স্থান হতে, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার নতুন পাড়া নামক স্থান হতে, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার অলির ঘের নামক স্থান হতে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কাদপুর নামক স্থান হতে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গোবরপোতা নামক স্থান হতে এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার খৈতলা নামক স্থান হতে ভারতীয় ওষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক আটলাখ ৬১ হাজার পাঁচশ’ টাকা।

 

বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয়ে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে। সূত্র: বাসস

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com