সীমান্তে গরু চোরাচালান কমলেও হত্যা থামেনি : আজাদ মজুমদার

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সীমান্তে পশু আনা-নেওয়াকে কেন্দ্র করে বিএসএফের গুলিতে অনেক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। গরু চোরাচালান বর্তমানে অনেকটাই কমে এলেও সীমান্তে হত্যাকাণ্ড থামেনি। ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশের অনেক মন্ত্রী-এমপিও নিহতদের চোরাচালানি আখ্যা দিয়ে এসব হত্যাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন।

 

শুক্রবার (৬ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

 

আজাদ মজুমদার জানান, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সীমান্তে অন্তত ছয়জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং হচ্ছে।

 

তিনি আরও লেখেন, ব্যাংককে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সীমান্ত হত্যাকাণ্ড দিয়েই আলোচনা শুরু করেন। তিনি বলেন, ‘আপনাদের সীমান্তরক্ষীরা যখন আমাদের নাগরিকদের গুলি করেন, তখন সেই গুলি এসে আমার বুকে লাগে।’

 

আসলে এই গুলি শুধু প্রফেসর ইউনূসের বুকে নয়, বরং বিবেকবান প্রতিটি বাংলাদেশির বুকে লাগে।

 

তিনি আরও জানান, কোরবানির পশুর পর্যাপ্ত মজুত রয়েছে এবং এর বেচাকেনা চলমান। এটি একটি আশার খবর।

 

শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘ছোটবেলায় দেখতাম, রুগ্ন ও সাদা ভারতীয় গরুতে বাজার সয়লাব থাকত। কিন্তু গত কয়েক বছর কোরবানির হাটে সেই দৃশ্য অনুপস্থিত।’

 

আজাদ মজুমদার বলেন, ‘বাংলাদেশ পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হোক, আর পশুকে কেন্দ্র করে বাংলাদেশিদের সঙ্গে পাশবিক আচরণ বন্ধ হোক—এই প্রত্যাশা রাখি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি

» বিশেষ অভিযান মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭১১ জন গ্রেফতার

» দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

» ১৩০ কোটি টাকার মাদকসহ নারী যাত্রী আটক

» মুন্সিগঞ্জে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা-মার্কেট বন্ধ

» উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান 

» ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে গার্ডিয়ানের ৫ হাজার পলিসি বিক্রি করেছে সিটি ব্যাংক

» বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ শুরু

» ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় পিবিআই পুলিশের  হাতে গ্রেপ্তার ২

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সীমান্তে গরু চোরাচালান কমলেও হত্যা থামেনি : আজাদ মজুমদার

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সীমান্তে পশু আনা-নেওয়াকে কেন্দ্র করে বিএসএফের গুলিতে অনেক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। গরু চোরাচালান বর্তমানে অনেকটাই কমে এলেও সীমান্তে হত্যাকাণ্ড থামেনি। ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশের অনেক মন্ত্রী-এমপিও নিহতদের চোরাচালানি আখ্যা দিয়ে এসব হত্যাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন।

 

শুক্রবার (৬ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

 

আজাদ মজুমদার জানান, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সীমান্তে অন্তত ছয়জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং হচ্ছে।

 

তিনি আরও লেখেন, ব্যাংককে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সীমান্ত হত্যাকাণ্ড দিয়েই আলোচনা শুরু করেন। তিনি বলেন, ‘আপনাদের সীমান্তরক্ষীরা যখন আমাদের নাগরিকদের গুলি করেন, তখন সেই গুলি এসে আমার বুকে লাগে।’

 

আসলে এই গুলি শুধু প্রফেসর ইউনূসের বুকে নয়, বরং বিবেকবান প্রতিটি বাংলাদেশির বুকে লাগে।

 

তিনি আরও জানান, কোরবানির পশুর পর্যাপ্ত মজুত রয়েছে এবং এর বেচাকেনা চলমান। এটি একটি আশার খবর।

 

শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘ছোটবেলায় দেখতাম, রুগ্ন ও সাদা ভারতীয় গরুতে বাজার সয়লাব থাকত। কিন্তু গত কয়েক বছর কোরবানির হাটে সেই দৃশ্য অনুপস্থিত।’

 

আজাদ মজুমদার বলেন, ‘বাংলাদেশ পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হোক, আর পশুকে কেন্দ্র করে বাংলাদেশিদের সঙ্গে পাশবিক আচরণ বন্ধ হোক—এই প্রত্যাশা রাখি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com