সিলেটে জিপিস্টার পার্টনারদের স্বীকৃতি দিলো গ্রামীণফোন

[ঢাকা, অগাস্ট ১৭,২০২৫] জিপিস্টার পার্টনারদের অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেটে ১০টি পার্টনার প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন। সম্প্রতি গ্র্যান্ড সিলেট হোটেলে ‘জিপিস্টার পার্টনারশিপ সেলিব্রেশন’ অনুষ্ঠানের মাধ্যমে জিপিস্টার পার্টনারদের এই সন্মাননা প্রদান করা হয়। গ্রামীণফোনের প্রতি সবচেয়ে লয়্যাল গ্রাহকদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করেন ব্র্যান্ড পার্টনাররা। জিপিস্টার প্রোগ্রামের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সার্কেল পার্টনারদের অবদানকে স্বীকৃতি দিতেই গ্রামীণফোনের এই আয়োজন।

আয়োজনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি, গ্রামীণফোনের সিলেট অঞ্চলের সার্কেল বিজনেস হেড মোহাম্মদ তৌফিক জাহানসহ আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পার্টনারদের পুরস্কার প্রদান করা হয়। এতে নিজ অঞ্চলে সেরা পারফরম্যান্স’র জন্য পুরস্কার অর্জন করে হোটেল মিরা গার্ডেন, রানী, নোঙর জেন্টস পয়েন্ট, হেভেন, হোটেল স্টার প্যাসিফিক, সল্ট বে, লেদার বুট, গ্র্যান্ড বুফে রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল, উন্ডাল কিং কাবাব ও আজাদ এন্টারপ্রাইজ।

গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি বলেন, “ব্র্যান্ডের প্রতিশ্রুতি বাস্তবায়নে জিপিস্টার পার্টনারদের ভূমিকা অনস্বীকার্য। তাদের ধারাবাহিক অঙ্গীকারের ফলেই লয়্যাল গ্রাহকদের জন্য আকর্ষণীয় নানা সুবিধা ও অভিজ্ঞতা প্রদান করতে পারছি আমরা। আমরা বিশ্বাস করি, এই স্বীকৃতি ও উদযাপন ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতাকে আরও সমৃদ্ধ করবে।”

জিপিস্টার গ্রামীণফোনের একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম যা কোম্পানিটির প্রতি সবচেয়ে আস্থাশীল গ্রাহকদের আকর্ষণীয় অফার ও সুবিধা দিতে সাজানো হয়েছে। এই প্রোগ্রামের আওতায় দেশের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধা, বিশেষ অফার এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করে গ্রামীণফোন।

লাইফস্টাইলডাইনিংশপিং থেকে শুরু করে ভ্রমণসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায়  হাজারের বেশি পার্টনার আউটলেটের আন্তরিক সহযোগিতায় এই সেবাগুলো প্রদান করা হয়। গ্রামীণফোনের সেই সকল পার্টনারদের ’বিশেষ ধন্যবাদ’ দিতেই এই আয়োজনযাদের অবদানের মাধ্যমে গ্রাহকদের এমন ভিন্ন মাত্রার সেবা দিতে পারছে অপারেটরটি। 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিভিন্ন দূতাবাস থেকে কেন সরানো হলো রাষ্ট্রপতির ছবি?

» চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করে যা বললেন আইন উপদেষ্টা

» ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

» জনগণ নির্বাচনমুখী হয়ে পড়েছে : এ্যানি

» জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে, আসুন আমরা সংলাপে বসি : ড. তাহের

» মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দীনকে গুলশান থেকে গ্রেপ্তার

» এ দেশে চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য যেন পরিণত হতে না পারে : তারেক রহমান

» বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের

» শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: তথ্য উপদেষ্টা

» নানী বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে যুবকের মৃত্যু

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিলেটে জিপিস্টার পার্টনারদের স্বীকৃতি দিলো গ্রামীণফোন

[ঢাকা, অগাস্ট ১৭,২০২৫] জিপিস্টার পার্টনারদের অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেটে ১০টি পার্টনার প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন। সম্প্রতি গ্র্যান্ড সিলেট হোটেলে ‘জিপিস্টার পার্টনারশিপ সেলিব্রেশন’ অনুষ্ঠানের মাধ্যমে জিপিস্টার পার্টনারদের এই সন্মাননা প্রদান করা হয়। গ্রামীণফোনের প্রতি সবচেয়ে লয়্যাল গ্রাহকদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করেন ব্র্যান্ড পার্টনাররা। জিপিস্টার প্রোগ্রামের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সার্কেল পার্টনারদের অবদানকে স্বীকৃতি দিতেই গ্রামীণফোনের এই আয়োজন।

আয়োজনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি, গ্রামীণফোনের সিলেট অঞ্চলের সার্কেল বিজনেস হেড মোহাম্মদ তৌফিক জাহানসহ আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পার্টনারদের পুরস্কার প্রদান করা হয়। এতে নিজ অঞ্চলে সেরা পারফরম্যান্স’র জন্য পুরস্কার অর্জন করে হোটেল মিরা গার্ডেন, রানী, নোঙর জেন্টস পয়েন্ট, হেভেন, হোটেল স্টার প্যাসিফিক, সল্ট বে, লেদার বুট, গ্র্যান্ড বুফে রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল, উন্ডাল কিং কাবাব ও আজাদ এন্টারপ্রাইজ।

গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি বলেন, “ব্র্যান্ডের প্রতিশ্রুতি বাস্তবায়নে জিপিস্টার পার্টনারদের ভূমিকা অনস্বীকার্য। তাদের ধারাবাহিক অঙ্গীকারের ফলেই লয়্যাল গ্রাহকদের জন্য আকর্ষণীয় নানা সুবিধা ও অভিজ্ঞতা প্রদান করতে পারছি আমরা। আমরা বিশ্বাস করি, এই স্বীকৃতি ও উদযাপন ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতাকে আরও সমৃদ্ধ করবে।”

জিপিস্টার গ্রামীণফোনের একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম যা কোম্পানিটির প্রতি সবচেয়ে আস্থাশীল গ্রাহকদের আকর্ষণীয় অফার ও সুবিধা দিতে সাজানো হয়েছে। এই প্রোগ্রামের আওতায় দেশের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধা, বিশেষ অফার এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করে গ্রামীণফোন।

লাইফস্টাইলডাইনিংশপিং থেকে শুরু করে ভ্রমণসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায়  হাজারের বেশি পার্টনার আউটলেটের আন্তরিক সহযোগিতায় এই সেবাগুলো প্রদান করা হয়। গ্রামীণফোনের সেই সকল পার্টনারদের ’বিশেষ ধন্যবাদ’ দিতেই এই আয়োজনযাদের অবদানের মাধ্যমে গ্রাহকদের এমন ভিন্ন মাত্রার সেবা দিতে পারছে অপারেটরটি। 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com