ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : এক ম্যাচ হাতে রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করার সুযোগ বাংলাদেশের সামনে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও গুরুত্বপূর্ণ ম্যাচটি।
প্রথম ম্যাচে দারুণ বোলিং ও ঝড়ো ব্যাটিংয়ের প্রদর্শন করে বড় জয় পেয়েছে টাইগাররা। ফলে সিরিজে ১-০তে এগিয়ে আছে লিটন কুমার দাসের দল। আজকের ম্যাচে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের। একই সঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ছুঁয়ে ফেলবেন আরেকটি মাইলফলক। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ৫০ ম্যাচ জয়ের রেকর্ড গড়বেন তিনি, যা এর আগে করেছেন কেবল মুস্তাফিজুর রহমান (৫৩ ম্যাচ) ও সাকিব আল হাসান (৫২ ম্যাচ)।
বাংলাদেশের পরিসংখ্যান আর সাম্প্রতিক ফর্ম বলছে, সবদিক থেকেই ডাচদের চেয়ে এগিয়ে আছে টাইগাররা। তবে আজকের ম্যাচটি হবে তাদের জন্য পরীক্ষা, কারণ নেদারল্যান্ডসের লক্ষ্য সিরিজে সমতায় ফেরা। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন ছিল টাইগারদের। তবে পুরো দল না এলেও অনুশীলনে দেখা গেছে দীর্ঘদিন পর দলে ফেরা নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফুদ্দিনকে।
দ্বিতীয় ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। তিনি বলেন, ‘যে ভালো ব্যাটিং করে, সে যেকোনো কন্ডিশনে ভালো করবে। আমাদের স্কোয়াডে ১৬ জন থাকলেও মাঠে নামতে পারে ১১ জনই। আমরা চেষ্টা করছি যেন দলের ভালো খেলোয়াড়ের সংখ্যা বাড়ে।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।