শাহনাজ পারভীন মিতা:
ঢাকার রাস্তায় ভেসে থাকে শুধুই শুন্যতা
তুমি নেই ,বৃষ্টির রিমঝিম সুর ,নিস্তব্ধতা,
ব্যস্ত শহরের বুকে রিক্সায় কখনও দুজন
গল্পে কবিতায় গানে অনুপম জীবন ।
তখন তো সময় ছিলো আনন্দ মুখর
বর্ষার বৃষ্টি ছুঁয়ে যেতো দুজনার অধর,
সেখানে জমা হতো কত না বলা কথা
জীবন পাতার অব্যক্ত অজানা ব্যথা ।
টুঁংটাং রিক্সার সুর ব্যাস্ততা কোলাহল
তবুও দুজনের দুটি চোখ সময় চঞ্চল,
হৃদয় হারায় বর্ষার সবুজ বৃক্ষের তানে
দুটি মন বাসা বাঁধে শহরের ব্যস্ত প্রানে ।
ব্যস্ত শহর বর্ষার বৃষ্টিতে কত বৃক্ষের গান
মগ্ন দুটি মন টুংটাং রিক্সায় প্রেম অম্লান।
Facebook Comments Box