ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : সিডনির মনোরম বিলাবং পার্কল্যান্ডসে গত ১২ এপ্রিল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর এশিয়া প্যাসিফিক চ্যাপ্টার এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এই প্রাণবন্ত অনুষ্ঠানটি অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং তাদের পরিবারকে একত্রিত করে পেশাদার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতির একটি আনন্দময় সংযোগ স্থাপন করেছে।
এজিএম-এর প্রধান আলোচ্য সূচির মধ্যে ছিল, আর্থিক বিবরণীর অনুমোদন, ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী পর্যালোচনা ও পরে অনুমোদন করা হয়। এছাড়া আগামী বছরের জন্য সংগঠনের নেতৃত্ব ও কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়
নতুন কমিটিতে নির্বাচিত হয়েছেন মঞ্জুর ইসা এফসিএ চেয়ারপার্সন, সৈয়দ আকরাম উল্লাহ সিএ, সিটিএ ভাইস চেয়ার, আবু এইচএম কিবরিয়া এফসিএ ভাইস চেয়ার, ঝুমা লায়লা এফসিএ সচিব, মুস্তাক আহমেদ এফসিএ কোষাধ্যক্ষ, পারভেজ আহমেদ এফসিএ যুগ্ম সচিব, গোপাল ঘোষ এফসিএ বিশেষ উপদেষ্টা।
এই চ্যাপ্টার হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং এর নিকটবর্তী প্যাসিফিক মহাসাগরে অবস্থিত দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসদের প্রতিনিধিত্বকারী সংগঠন। বিদায়ী সভাপতি আব্দুল হামিদ এফসিএ তার বক্তব্যে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। আবু এইচএম কিবরিয়া এফসিএ এই সংগঠন প্রতিষ্ঠার কারণ এবং প্রয়োজনীতা বর্ণনা করেন।
নতুন সভাপতি মঞ্জুর ইসা এফসিএ আগামী দিনে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সদস্যদের মধ্যে সম্পর্ক আরও জোরালো করা এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠা এবং পরিচালনায় সহযোগিতা বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন।
এজিএম এর পর সদস্যরা এবং তাদের পরিবার এক পারিবারিক মিলনমেলার উচ্ছ্বাসে মেতে ওঠেন। সেখানে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সুস্বাদু খাবারের ব্যবস্থা ছিল, যা উপস্থিত সকলকে আনন্দময় অভিজ্ঞতা প্রদান করে। সূএ: বাংলাদেশ প্রতিদিন