নাটোরের সিংড়ায় নকল সোনার মূর্তি কেনা-বেচার সময় দুই প্রতারককে আটক করেছে র্যাব। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার পিপলসন বাজার এলাকা নকল মূর্তি কেনা-বেচা ও টাকা লেনদেন এর সময় তাদের কে হাতে নাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পিপলসন গ্রামের আব্দুল কাইয়ুম ও একই গ্রামের শহিদুল ইসলাম।
আটককৃত আব্দুল কাইয়ুম পিপলসন বাজারের বিকাশ ব্যবসায়ী ও অন্যজন শহিদুল ইসলাম মুদি ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নকল সোনার মূর্তি কেনা-বেচা করে প্রতারণা করে আসছিল বলে র্যাব সূত্রে জানা যায়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে হস্তান্তর করেছে র্যাব নাটোর ক্যাম্পের সদস্যরা।