মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে হেরোইনসহ সাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. লাভলু, মো. সুজন মিয়া, নিলুফা ইয়াসমিন, আকরাম খান দিপু, মো. সুমন মিয়া, রাবিয়া বেগম ও জাহাঙ্গীর আলম।
মো. নজরুল ইসলাম জানান, বুধবার উপজেলার জয়মন্টপ ও বাস্তা এলাকায় পৃথক অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে উপজেলার জয়মন্টপ গ্রামের আহাদ ভেটেরিনারী ফার্মেসীর সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে এসআই আসাদ মিয়ার নেতৃত্বে উপজেলার বাস্তা গ্রামের জাহাঙ্গীর আলমের টেলিকমের দোকানের সামনে থেকে ২৫ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার ৩৫ গ্রাম হেরোইনের আনুমানিক বাজার মূল্য তিন লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।