বিনোদন ডেস্ক : লাগাতার ব্যর্থতায় প্রায় অক্ষয় কুমারের দশা বলিউড ভাইজান সালমান খানের। ছেড়ে কথা বলতে কেউ দ্বিধা করছেন না। সে তালিকায় এবার সহকর্মী কারিনা কাপুরের নাম। তার মন্তব্য, সালমান খারাপ অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, “সালমান অভিনেতা হিসেবে খুব খারাপ। আমার ওকে একদম পছন্দ নয়। আমি কোনোদিনই সালমানভক্ত ছিলাম না। আমি তো ওকেও বলি, সবসময়ে এত অতিরঞ্জিত করে সবকিছু।
তবে সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেও শাহরুখ, আমিরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সাইফপত্নী। তিনি বলেছিলেন, “শাহরুখকে আমি প্রচণ্ড ভালোবাসি। ওর ব্যাপারে আমাকে জিজ্ঞেস কোরো না। ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যাব! অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান এই দুই অভিনেতার বরাবরের ভক্ত আমি।”
আর আমির খান? এক্ষেত্রে কারিনার জবাব, “আমিরও ভালো। ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘কয়ামত সে কয়ামত তক’ ছবিগুলিতে ওকে আমার ভালো লেগেছিল। তবে সব খানদের মধ্যে আমি শাহরুখের ভক্ত।
তবে সালমানের নিন্দামন্দ করলেও ভাইজানের সঙ্গে জুটি বেঁধে একাধিক হিট ছবি পেয়েছেন ক্যারিয়ারে। এগুলো হচ্ছে ‘বডিগার্ড’ ‘কিউঁ কি, ‘ম্যায় অউর মিসেস খান্না’। সূএ:ঢাকা মেইল ডটকম