সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :   দেশজুড়ে টানা পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া অফিস জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ভারতের তেলেঙ্গানা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

প্রথম দিন (১৪ সেপ্টেম্বর):
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

 

দ্বিতীয় দিন (১৫ সেপ্টেম্বর):
সারাদেশেই বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। দিন-রাতের তাপমাত্রা সামান্য কমবে।

 

তৃতীয় দিন (১৬ সেপ্টেম্বর):
একই পরিস্থিতি বজায় থাকবে। অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা। তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

 

চতুর্থ দিন (১৭ সেপ্টেম্বর):
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের অধিকাংশ স্থানে এবং খুলনা, বরিশাল, চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

 

পঞ্চম দিন (১৮ সেপ্টেম্বর):
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা দিতে পারে। এসময় দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

 

বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।

 

এদিকে ঢাকায় বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে সূর্যাস্ত এবং রবিবার সকাল ৫টা ৪৫ মিনিটে সূর্যোদয় হবে। গতকাল সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সূত্র: আবহাওয়া অধিদপ্তর

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন, আদালতের অসন্তোষ

» সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে

» নির্বিঘ্নে পূজা উদযাপনে সব ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

» যারা রাস্তা অবরোধ করেছে, তারা কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

» যুগপৎ কর্মসূচিতে নামছে জামায়াত ও সমমনা দল

» আমরা সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই: জিএস ফরহাদ

» যেই ক্যাম্পাসে শিবিরকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা, সেখানে শিবিরের ভূমিধস বিজয় হলো: সিবগাতুল্লাহ

» শুধুমাত্র দারোয়ান পরিবর্তনের জন্যই কি আমরা নির্বাচন করব: হাসনাত আব্দুল্লাহ

» টোকিওতে এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

» মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :   দেশজুড়ে টানা পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া অফিস জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ভারতের তেলেঙ্গানা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

প্রথম দিন (১৪ সেপ্টেম্বর):
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

 

দ্বিতীয় দিন (১৫ সেপ্টেম্বর):
সারাদেশেই বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। দিন-রাতের তাপমাত্রা সামান্য কমবে।

 

তৃতীয় দিন (১৬ সেপ্টেম্বর):
একই পরিস্থিতি বজায় থাকবে। অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা। তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

 

চতুর্থ দিন (১৭ সেপ্টেম্বর):
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের অধিকাংশ স্থানে এবং খুলনা, বরিশাল, চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

 

পঞ্চম দিন (১৮ সেপ্টেম্বর):
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা দিতে পারে। এসময় দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

 

বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।

 

এদিকে ঢাকায় বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে সূর্যাস্ত এবং রবিবার সকাল ৫টা ৪৫ মিনিটে সূর্যোদয় হবে। গতকাল সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সূত্র: আবহাওয়া অধিদপ্তর

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com