সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক অজ্ঞাত পরিচয়ের তরুণী (১৯) নিহত হয়েছেন।
আজ বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কর্মকর্তা ইউসুফ আলী।
তিনি ঢাকা মেইলকে বলেন, ‘সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সাভারের শিমুলতলা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি এক তরুণীকে উদ্ধার করে এই হাসপাতালে নিয়ে আসেন। পরে আমাদের কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তিনি আগেই মারা গেছেন। এরপর আজ সকাল পর্যন্ত ওই তরুণীর মরদেহ আমাদের হাসপাতালে আছে। আমাদের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়েছে। নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ জানান, নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করবে। এ বিষয়ে সাভার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।