সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ‘বাংলাদেশ ২.০’ গড়ার আহ্বানে সাবেক সামরিক অফিসার ও সদস্যদের নিয়ে আত্মপ্রকাশের অপেক্ষায় একটি নতুন রাজনৈতিক দল। ‘সবার উপরে দেশ’- শ্লোগানে জুনের মাঝামাঝি সময়ে আত্মপ্রকাশ ঘটতে পারে দলটির।
মঙ্গলবার (১৩ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দলটির উদ্যোক্তারা। দলটির নাম চূড়ান্ত করা না হলেও আলোচনায় আছে ‘ন্যাশনাল রিপাবলিক পার্টি’ নামটি।
উদ্যোক্তারা জানান, সকল রাজনৈতিক দলের সমান অধিকার, ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র গঠন ও স্থায়ী সুশাসন প্রতিষ্ঠাই হবে নতুন দলটির মুখ্য উদ্দেশ্য। এ সময় সাবেক সামরিক অফিসারদের পাশাপাশি বেসামরিক পেশাজীবীদেরও দলে যোগ দিতে আহ্বান জানান উদ্যোক্তারা।