ফাইল ছবি
অনলাইন ডেস্ক : দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনসহ নয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী সঞ্জয় হালদার ও তার স্ত্রী অনিকা ঘোষ, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, তার স্ত্রী মিসেস আরজুদা করিম, ছেলে সালমান ওবায়দুল করিম এবং মেয়ে জেরিন করিম।
দুর্নীতি দমন কমিশনের পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়।
দুদকের এসব আবেদন সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলমান রয়েছে। গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দেশত্যাগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এজন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।