কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের কঠোর শাস্তি দাবিতে কলমবিরতি কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।
শনিবার দুপুরে কুষ্টিয়া মডেল থানার প্রধান ফটকের সামনে এ কলমবিরতি কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ঘটনার সপ্তাহ পেরুলেও আসামিদের আইনের আওতায় না আনতে পারায় উদ্বেগ প্রকাশ করেছেন। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এছাড়া, একই দিন মিরপুর প্রেসক্লাবের সামনে রুবেলের হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ মহাম্মদ আলী জোয়ার্দ্দার, বাবলু রঞ্জন বিশ্বাস।
গত ৩ জুলাই কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকা থেকে নিখোঁজ হন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল। গত ৭ জুলাই দুপুরে গড়াই নদী থেকে হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিংয়ের এ ব্লক এলাকায় থাকতেন।