বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সম্পাদক খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিউজ নেটওয়ার্ক অব বাংলাদেশের (এনএনবি) সম্পাদক বিশিষ্ট গীতিকার ও টকশো ব্যক্তিত্ব মোল্লা জালালকে টানা ১২ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে। সেখানে তিনি ফোর্টিস হাসপাতালের উপমহাদেশের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডা. কে এম মান্দানার অধীনে চিকিৎসা নেবেন।
সাংবাদিক নেতা মোল্লা জালাল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। সূূএ:জাগো নিউজ