আবু মুসা মোহন:-সাংবাদিকতার মূল কাজ হলো সত্য তুলে ধরা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু দুঃখজনকভাবে আজকাল কিছু “সাংবাদিক” এই মহান পেশাকে নিজের স্বার্থ ও চাটুকারিতার হাতিয়ার বানিয়ে ফেলেছে।
তারা সংবাদ সংগ্রহে নয়, যায় সেলফি তুলতে। তারা প্রশ্ন তোলে না, বরং ক্ষমতাবানদের প্রশংসায় গদগদ হয়ে থাকে। সাধারণ মানুষের কান্না তাদের কাছে নিউজ না—VIP-দের হাঁসি-হুল্লোড়ই যেন ব্রেকিং নিউজ!
বিশেষজ্ঞদের মতে, এভাবে চামচামি করে কেউ সাংবাদিক হতে পারে না। তারা আসলে সুবিধাবাদী গোষ্ঠীর দালাল, যারা সাংবাদিকতার নামে শুধুই স্বার্থসিদ্ধি করছে।
একজন প্রকৃত সাংবাদিকের কলম হয় সাহসী, প্রতিবাদী এবং জনগণের পক্ষে। অথচ এখন অনেকেই ফেসবুকে প্রশাসনের তোষামোদ করে নিজেকে সাংবাদিক দাবি করছে। সাংবাদিকতার আসল দায়িত্ব হলো সত্য প্রকাশ, জনস্বার্থ রক্ষা, এবং অন্যায়ের বিরুদ্ধে কলম চালানো—সেটা প্রশাসনের বিরুদ্ধেই হোক বা অন্য কারো।
যদি কেউ সাংবাদিকতার নামে শুধু প্রশংসা করে, পক্ষপাতদুষ্টভাবে কাজ করে, তাহলে তাকে সাংবাদিক না বলে প্রচারক বা তল্পিবাহক বলা উচিত।
তবে সব প্রশংসাই খারাপ নয়—যদি তা সত্য এবং প্রাসঙ্গিক হয়। প্রশ্ন হলো, সেই প্রশংসা কি নিরপেক্ষ?
Facebook Comments Box