ফাইল ছবি
সংবাদ প্রকাশের জেরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ারকে মোবাইলফোনে মামলার হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ (৪ এপ্রিল) এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়ার হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিককে মোবাইলফোনে মামলা ও দেখে নেওয়ার হুমকি দেওয়া সংবাদ মাধ্যমের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপের শামিল। আমরা মনে করি, এ ধরনের হুমকি ফৌজদারি আইনে অপরাধ।
অবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে নেতারা আরও বলেন, সাংবাদিক ও সংবাদমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যেকোনো হুমকি-ধামকি মোকাবিলায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন সর্বদাই সোচ্চার। সাংবাদিককের ওপর কোনো আঘাত আসলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো।