গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে শহিদুল নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বিকেলে ইটনা সদরের পুরাতন বাজার এলাকা থেকে র্যাবের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেন।
ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শহিদুল ইসলাম আত্মগোপনে ওই এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে কিশোরগঞ্জ জেলা সদরে আনা হচ্ছে। আজ সন্ধ্যায় র্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।