ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মিঠুন কুমার (৪৭), জলিল রতন (৩৮), সাব্বির (২৩), লিটন (৩২), সোহেল মিঠু (৪২), ইমন (২১), অ্যালেক্স তুহিন (২১), ফয়সাল (২৫), সালাম (৩২), সোহান (৩৮), এনায়েত (৪৫), সাত্তার (৪৫), সোহেল রানা (২৫), ১৭ বছরের এক কিশোর, ১৬ বছর বয়সী এক কিশোর, ১৬ বছর বয়সী আরেক কিশোর, সুমিদ (২০), রাব্বি (২৩), জাহিদ (২১), কাওসার (১৯), ইসমাইল (২৩), সামির (১৯), সিজান (১৮), রাব্বি (২০), রেজাউল (৪২), নুর আলম (৪৫), আজগর আলী (৩৮), তোফায়েল (৫০), হাসিম (৪০) ও আশরাফুল (৩০)।
এদের মধ্যে ডিএমপি মামলায় ২৩ জন, ডাকাতির প্রস্তুতি মাামলায় ৪ জন, প্রতারণা মামলায় একজন, দস্যুতার চেষ্টা মামলায় একজন ও অন্যান্য মামলায় একজন।
গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।